বিশ্বকাপ ক্রিকেটের উম্মাদনাকে ছাপিয়ে আলোচনার তুঙ্গে দুইজনের প্রেমের গুঞ্জন। একজন ভারতীয় তারকা ক্রিকেটার শুভমন গিল। অন্যজন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার।
এতদিন আড়ালে-আবডালে চলে এসেছে তাদের প্রেম কাহিনী। শুভমন গিল বিষয়টি এড়িয়ে গেলেও সারা অবশ্য অনেকটাই সাহসী। কখনো শুভমনকে প্রকাশ্যে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, কখনো শুভমনের খেলা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন। তবে এবার আর কোনো লুকোচুরি নয়, সারা প্রকাশ্যেই ঘোষণা করে দিলেন, ‘শুভমন গিল শুধুই তার’।
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে খোলা চুলের হাসিমুখের একটি ছবি আপলোড করেছেন সারা টেন্ডুলকার। ছবির ক্যাপশনে শচীনকন্যা লিখেছেন, ‘ও শুধু আমার।’
রোববার বিশ্বকাপের ফাইনাল। এরই মধ্যে আমদাবাদে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের আগের রাতেও শুভমন গিলের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সারা।