বলিউডের পাওয়ার কাপল বলা হয় রণবীর কাপুর-আলিয়া ভাটকে। ফুটফুটে এক কন্যাও রয়েছে জনপ্রিয় এ তারকা দম্পতির। মাঝেমধ্যেই তাদের পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এবার এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন আলিয়া ভাটের আগেও বিয়ে হয়েছে তার! তার প্রথম স্ত্রীর প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন এই নায়ক।
আর এ ঘটনার পর থেকেই নতুন চর্চা চলছে রণবীর-আলিয়াকে নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অতীতের এক গোপন কথা ফাঁস করে দাবি করেছেন, আলিয়া তাঁর প্রথম স্ত্রী নন! মাশাবেল ইন্ডিয়ার সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞেস করা হয়েছিল, জীবনে কোনও উন্মাদ অনুরাগীর পাল্লায় পড়েছিলেন কিনা? এই প্রশ্নের উত্তরেই অভিনেতা বলেন, ‘উন্মাদ কিনা জানি না, তবে মনে আছে আমার ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকে একটি মেয়ে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বিয়ের সমস্ত রীতি পালন করে গিয়েছিল। আমার সঙ্গে যদিও দেখা হয়নি তার। তবে আমাদের ওয়াচম্যান আমাকে ঘটনাটা জানিয়েছিলেন।
সেই মেয়েটি একেবারে পুরোহিত ডেকে বিয়ের সমস্ত আচার পালন করেছিল আমার গেটের সামনে দাঁড়িয়ে। আসলে ও আমাকে নয়, আমার গেটটাকেই বিয়ে করেছিল।’
সেই বিয়ের প্রসঙ্গে রণবীর বলেন, ‘ওই বাংলোতেই তখন মা-বাবার সঙ্গে থাকতাম আমি। কিন্তু সেদিন ঘটনাচক্রে আমি মুম্বাইয়ে ছিলাম না।
পরে জানতে পারি, মেয়েটি গেটে তিলক কেটে মন্ত্র পড়ে, ফুল ছিটিয়ে আমাকে বিয়ে করে গিয়েছে।”
সেই মেয়ের সম্পর্কে রণবীর আরো বলেন, ‘আমার তো সেই প্রথম স্ত্রীর সঙ্গে কোনওদিন দেখা হয়নি। হয়তো কোনওদিন দেখা হবে ভবিষ্যতে।’ বলিউড সুপারস্টারের সেই মন্তব্যই বর্তমানে চর্চার শিরোনামে।
২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর।
এলাহি কোনও আয়োজন করেননি। নিজের ফ্ল্যাটেই দুই পরিবারকে সাক্ষী রেখে বিয়ে করেছিলেন তারকাজুটি। সেইবছরই মেয়ে রাহার জন্ম হয়। যে একরত্তি এখন ভাট-কাপুর পরিবারের নয়নমণি। বলিউডের একসময়ের সেই ‘ফ্ল্যামবয়েন্ট’ ছেলেটি বাবা হওয়ার পর যেন অনেকটা থিতু! তবে অতীতের জন্য আজও খোঁটা শুনতে হয় রণবীর কাপুরকে। এবারেও সেই ‘জবরা ফ্যানের’ কথা বলে চর্চার শিরোনামে অভিনেতা।