চট্টগ্রামে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সাতদিনব্যাপী আয়কর মেলা। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে এ মেলা শুরু হচ্ছে। গণসচেতনতা সৃষ্টি ও অভ্যন্তরীণ সমপদ আহরণ কার্যক্রম বেগবান করতে আয়কর বিভাগ, চট্টগ্রাম এ উদ্যোগ গ্রহণ করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেলাটি উদ্বোধনের কথা রয়েছে। চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার মাহবুব হোসেন এ তথ্য জানান। আয়কর মেলার বিষয়টি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে দুপুরে নগরীর আগ্রাবাদে আয়কর বিভাগের সম্মেলন কক্ষ সামপানে সংবাদ সম্মেলন করার কথাও জানান তিনি। কর কমিশনার মাহবুব হোসেন বলেন, মেলায় প্রতিবন্ধী, নারী ও প্রবীণ করদাতার জন্য পৃথক কাউন্টার থাকবে। ট্যাক্স কার্ড দেয়া হবে। এ জন্য ৪৩টি বুথ খোলা হচ্ছে। সাতদিনের এ মেলার শেষদিনে ৮ই নভেম্বর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম কর অঞ্চলগুলোর সেরা করদাতা সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।