যুক্তরাজ্য

২৫ জুন ২০২৫, ২২:০৬
আরও খবর

স্টারমারের সরকারের বিপদ! নিজের দলেরই এমপিদের বিদ্রোহ

11578_3730646f-2124-4444-bf1a-622155c97f4a.jpeg

লেবার সরকার তাদের নতুন ভাতা সংস্কার আইন নিয়ে দলের ভেতরেই বড় সমস্যায় পড়েছে। এই আইন অনুযায়ী, প্রতিবন্ধীসহ বহু মানুষের ভাতা কমে যেতে পারে।

ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার জানিয়েছেন, বিলটি আগামী সপ্তাহে সংসদে তোলা হবে। কিন্তু ১২০ জনের বেশি লেবার এমপি এই বিল বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদে নেমেছেন।

সরকারের নিজস্ব হিসাব বলছে, এই পরিকল্পনার ফলে ২.৫ লাখ মানুষ, তার মধ্যে ৫০ হাজার শিশু, দারিদ্র্যে পড়ে যেতে পারে।

অনেকে বলছেন, এই বিল আগে ভালোভাবে ভেবে, ধাপে ধাপে আনা উচিত ছিল। অনেক নতুন এমপি বলছেন, তাদের মতামত সরকার শুনছে না।

অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস কঠোর বাজেট নিয়ম মানার চেষ্টা করছেন। তবে এখন আলোচনা চলছে—এই বিল আনা হবে কি না, নাকি পিছিয়ে দেওয়া হবে।

দল পাস করালেও, অনেক এমপির মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যা ভবিষ্যতে সরকারের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও