যুক্তরাজ্য

৩ সেপ্টেম্বর ২০২১, ২০:০৯
আরও খবর

যুক্তরাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান কভিড-১৯ সংক্রমণের কেন্দ্র নয়।” নির্ভয়ে সন্তানদের স্কুলে পাঠান ডা: ইভন ডয়েল

205_SCHOOL.jpg

মো: রেজাউল করিম মৃধা: যুক্তরাজ্যে প্রতি বছর সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন সেশন বা শিক্ষা নতুন বছর শুরু হয়। এবারও এর ব্যাতিক্রম নেই, তবে কভিড-১৯ করোনাভাইরাস মহামারির কারনে সেপ্টেম্বর প্রথম থেকে নতুন বছরের ক্লাস শুরু হয়েছে কিন্তু অভিবাবক দের মধ্যে রয়েছে করোনার আক্রান্তের আতংক, সে জন্য অনেক অভিবাবক সন্তানদের শিক্ষাপ্রতিস্ঠানে পাঠাতে ভয় পাচ্ছে।

ডা: ইভন ডয়েল বলেন ,”ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে গ্রীষ্মের পরে স্কুলগুলি ফিরে আসার বিষয়ে অভিভাবকদের দুশ্চিন্তা এবং ভয়ের কারন বুঝতে পেরেছি। তবে কোভিডের বিস্তার কমানোর জন্য অনেকগুলি ব্যবস্থা যথাসময়ে রয়ে গেছে।

কিন্তু একজন সরকারী বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক ক্যালাম সেম্পল বলেন, বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হলে, স্কুলগুলি “সমস্যার একটি বড় অংশ” হতে পারে বলে আশংকা করছেন।

ইংল্যান্ড এবং ওয়েলসে বাবল (একত্রে থাকা) এবং মুখোশ আর ব্যবহৃত হয় না, গত মেয়াদের তুলনায় স্কুলে কম ব্যবস্থা রয়েছে, যখন উত্তর আয়ারল্যান্ড সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তাগুলিও বাতিল করেছে।

এডুকেশন সেক্রেটারি গ্যাভিন উইলিয়ামসন বিবিসি ব্রেকফাস্টকে বলেন, “শিশুদের জন্য “অনেক বেশি স্বাভাবিক শিক্ষার অভিজ্ঞতা ও সেই সাথে সকল ব্যাবস্থা সঠিক ভাবে রয়েছে।
তবে প্রাপ্তবয়স্করা পাব, সঙ্গীত উৎসব এবং থিয়েটারে ফিরে যেতে সক্ষম।
প্রতিটি মানুষেরই একটি “বুদ্ধিমান ভারসাম্য” থাকা দরকার এবং সে কারণেই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ পরীক্ষা করা হচ্ছে”।

ডা: ডয়েল বলেন,” বিস্তার রোধ করার জন্য ইতিমধ্যে প্রচুর ব্যবস্থা রয়েছে, যার মধ্যে অতিরিক্ত পরিষ্কার করা, বায়ুচলাচল সম্পর্কে পরামর্শ এবং পরীক্ষার অন্তর্ভুক্ত রয়েছে এবং আমি পুরোপুরি বুঝতে পারি, যে বাবা -মা নার্ভাস হতে পারেন কিন্তু আমি আবারও জোর দিয়ে বলব যে স্কুলগুলি চালক নয় এবং সংক্রমণের কেন্দ্র নয়।”তাই তিনি জোড় দিয়ে অভিবাবকদের বলেন আপনাদের সন্তানদের নির্ভয়ে শিক্ষা প্রতিস্ঠানে পাঠান,”।

এছাড়া গবেষনায় দেখা গেছে করোনায় শিশু মৃত্যুহার খুবই কম।তারপরও প্রতিটি স্কুল বা শিক্ষাপ্রতিস্ঠান করোনা রোধের জন্য সরকারি নিয়মনীতি যথাযথো ভাবে মেনে চলছে। সেই সাথে সবাইকে সতর্ক করা হচ্ছে। শিশুরাও অনেক স্বচেতনভাবেই স্কুলে যাতায়াত করছে। এতে করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা নেই বললেই চলে। তারপরও সবাইকেই সাবধানতা অবলম্বন করতে হবে।

লিভারপুল বিশ্ববিদ্যালয়ের শিশু স্বাস্থ্য ও প্রাদুর্ভাবের মেডিসিনের অধ্যাপক প্রফেসর সেম্পল বলেন এবং বিশ্বাস করেন যে স্কুলগুলি “যে কোন মূল্যে” খোলা থাকা উচিত কারণ শিক্ষার অভাবের কারণে যে ক্ষতি হয় তা আজীবনেও পূর্ণ হতে পারে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও