যুক্তরাজ্য

২৮ জুন ২০২৫, ০১:০৬
আরও খবর

স্মার্টফোনে জরুরি সতর্কতা আসছে!

11587_IMG_8257.jpeg

স্মার্টফোনে জরুরি সতর্কতা: আবারও টেস্ট করবে যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যজুড়ে আবারও পাঠানো হবে ‘ইমার্জেন্সি অ্যালার্ট’ — স্মার্টফোনে ১০ সেকেন্ডের জন্য বেজে উঠবে সাইরেনের মতো শব্দ। এটি একটি পরীক্ষামূলক সতর্কতা বার্তা, যা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে এবং ফোন নীরব অবস্থায় থাকলেও শব্দ করবে।

সরকার জানিয়েছে, এই বার্তা কেবলমাত্র জরুরি পরিষেবা এবং সরকার-সংশ্লিষ্ট বিভাগগুলো পাঠাতে পারবে। প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ বন্যা, অগ্নিকাণ্ড বা বিপজ্জনক আবহাওয়ার সময় ব্যবহার করা হবে এই ব্যবস্থা।

২০২3 সালে প্রথম এই সিস্টেম চালু হয়। এরপর এবার ২০২৫ সালের শেষদিকে আরেকটি টেস্ট চালানো হবে, এবং ভবিষ্যতে প্রতি দুই বছরে একবার এটি পরীক্ষামূলকভাবে চালু থাকবে।

যদি আপনার ফোন বন্ধ থাকে, ফ্লাইট মোডে থাকে, বা শুধুমাত্র WiFi ব্যবহার করে তবে আপনি বার্তাটি পাবেন না। তবে যারা এই ফিচার বন্ধ রাখতে চান, তারা ফোনের সেটিংস থেকে সহজেই এটি ডিসেবল করতে পারবেন।

সরকার জানিয়েছে, ঠিক কবে এই সতর্কতা পাঠানো হবে, তা পরে জানানো হবে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও