সংস্কৃতি ও বিনোদন

সন্তান ইস্যুতে তিশাকে চ্যালেঞ্জ ছুড়লেন জাওয়াদ নির্ঝর: তিশা বললেন ‘বেবিটা আমার বোনের’

11623_Screenshot 2025-07-05 at 2.14.01 pm.jpg

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে নানান গুঞ্জন ও বিতর্ক ছড়িয়ে পড়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হওয়া এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাংবাদিক ও নির্মাতা জাওয়াদ নির্ঝর, যিনি তিশার অতীত সম্পর্ক, বিয়ে এবং সন্তান থাকার দাবি করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

জাওয়াদ নির্ঝর একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে দাবি করেন, তানজিন তিশা তার অতীত গোপন রেখেছেন এবং একাধিক সম্পর্ক ও বিলাসবহুল জীবনযাপন নিয়ে মেতে ছিলেন। তিনি তিশাকে উদ্দেশ করে বলেন, “তুমি যদি প্রমাণ করতে পারো, যে ছেলেটা তোমার সন্তান নয়—আমি সাংবাদিকতা ছেড়ে দেবো।” নির্ঝরের এমন সরাসরি চ্যালেঞ্জ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।

এই বিতর্কের জবাবে সম্প্রতি অভিনেতা জায়েদ খানের উপস্থাপনায় একটি টকশোতে হাজির হয়ে তানজিন তিশা নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, “আমি গুজব শুনেছি—আমি নাকি দুইটা বিয়ে করেছি, তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছি, আর একটা বেবিও আছে আমার!” এরপর হেসে তিনি যোগ করেন, “আসলে যে বাচ্চাটার কথা সবাই বলছে, সে আমার না—সে আমার বোনের সন্তান।”

তিশা আরও জানান, তিনি মায়ের জীবন চান এবং ভবিষ্যতে বিয়ে করে মা হতে চান। তবে এখনই নয়, অন্তত পাঁচ বছর পর। তার মতে, গুজব ছড়ানো খুব সহজ, কিন্তু একজন মানুষকে ভুলভাবে উপস্থাপন করা অন্যায়। তিনি স্পষ্ট করে বলেন, “আমার জীবন যেমন, আমি তেমন ভাবেই বলতে পছন্দ করি। গোপন করার কিছু নেই।”

তিশার এমন প্রতিক্রিয়া কিছুটা হলেও বিতর্ক প্রশমিত করেছে, তবে নির্ঝরের চ্যালেঞ্জ এবং সামাজিক মাধ্যমে চলমান আলোচনা এখনও থেমে যায়নি। এই পুরো পরিস্থিতি আবারও স্মরণ করিয়ে দেয়—জনপ্রিয়তা যেমন সম্মান বয়ে আনে, তেমনি গুজব, সমালোচনা ও অপ্রমাণিত অভিযোগের মুখেও ফেলতে পারে।

সর্বাধিক পঠিত


ভিডিও