যুক্তরাজ্য

৮ জুলাই ২০২৫, ১১:০৭
আরও খবর

আবারও ধর্মঘটের দিকে এগোচ্ছে ইংল্যান্ডের চিকিৎসকরা

11629_3500.jpg.jpg

ইংল্যান্ডের আবাসিক চিকিৎসকরা (পূর্বে যাদের জুনিয়র ডাক্তার বলা হতো) আবারও ধর্মঘটের পক্ষে ভোট দিয়েছেন। দীর্ঘদিন ধরে চলা বেতনবিভাগীয় বিরোধের এটাই সর্বশেষ অধ্যায়।

বর্তমান অর্থবছরে চিকিৎসকদের জন্য ৫.৪% বেতন বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর আগে গত দুই বছরে তাদের বেতন ২২% পর্যন্ত বাড়ানো হয়। তবে, ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (BMA) দাবি, বাস্তব মূল্য বিবেচনায় চিকিৎসকদের বেতন ২০০৮ সালের তুলনায় এখনও প্রায় ২০% কম। সংগঠনটি তাই সম্পূর্ণ "বেতন পুনর্বহাল" বা pay restoration দাবি করছে।

এই আন্দোলনে অংশ নিতে পারেন প্রায় ৪৮,০০০ জন চিকিৎসক। যদিও BMA জানিয়েছে, ধর্মঘটের নির্দিষ্ট দিন ঘোষণা দেওয়ার আগে তারা সরকারের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে চায়।

এই ধর্মঘটের মাধ্যমে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে এমন সময়ে যখন স্বাস্থ্যব্যবস্থা ইতোমধ্যেই চাপে রয়েছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও