বাংলাদেশ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সাথে গোলাম মর্তুজার মতবিনিময় ও ভোটাধিকার বিষয়ক আলোচনা

11635_Screenshot 2025-07-10 at 4.03.22 pm.jpg

যুক্তরাজ্য থেকে প্রবাসী ভোটাধিকার পরিষদের একটিভিস্ট এবং MH Global-এর প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মর্তুজা কুয়েত সফরে আসেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও তাদের অধিকার নিয়ে আলোচনা করতে। তার আগমনে প্রবাসী ভাইদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাজধানীর একটি হোটেলে মধ্যরাতে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন এবং ফুল দিয়ে জনাব মর্তুজাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আলোচনা সভায় প্রবাসীরা তাদের জীবনের নানা দুঃখ-কষ্ট ও অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁরা তুলে ধরেন, কুয়েতে বসবাসরত প্রায় তিন লক্ষ বাংলাদেশির জীবন কতটা কঠিন এবং সীমাবদ্ধতার মধ্য দিয়ে তাঁরা বিদেশে উপার্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন যে, বছরের পর বছর প্রবাসে কাটালেও তাঁরা দেশের নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এইসব বক্তব্য মনোযোগসহকারে শোনেন গোলাম মর্তুজা এবং পরদিন, অর্থাৎ ৮ জুলাই, তিনি স্থানীয় প্রবাসী নেতৃবৃন্দসহ বাংলাদেশ দূতাবাসে যান এবং সেখানে দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর মোহাম্মদ মনিরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও প্রবাসীরা দেশের ভোটাধিকার থেকে বঞ্চিত — এটা খুবই দুঃখজনক, বিশেষ করে এমন একটি জনগোষ্ঠী যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।”

এই সফর ও কর্মসূচি সমন্বয় করেন মাওলানা নূরুল আমিন লাকমান, আরিফ হোসেন, এ কে এম আজাদ (প্রধান সমন্বয়কারী ও প্রেসিডেন্ট, রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি, কুয়েত), প্রকৌশলী শিহাব উদ্দিন এবং জাফর আহমেদ। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি স্মারকলিপিও পেশ করা হয়, যা বাংলাদেশের রাষ্ট্রদূতের ব্যক্তিগত সচিব গ্রহণ করেন।

গোলাম মর্তুজার এই সফর প্রবাসীদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে এবং ভবিষ্যতে প্রবাসীদের অধিকার রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা তৈরি করেছে।

সর্বাধিক পঠিত


ভিডিও