বাংলাদেশ

পশ্চিমবঙ্গে তিন উপ-নির্বাচন ঘিরে জোরদার লড়াইয়ের ইঙ্গিত

74_33__1.jpg

পশ্চিমবঙ্গে তিনটি কেন্দ্রের উপনির্বাচন ঘিওে জোরদার লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপির লড়াইকে কঠিন করতে মাঠে নেমেছে বাম-কংগ্রেস জোট।  আগামী ২৫ নভেম্বর খড়গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুর বিধানসভা উপ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। খড়গপুরের বিধায়ক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সাংসদ নির্বাচিত হয়েছেন। করিমপুরের বিধায়ক মহুয়া মিত্রও তৃণমূল কংগ্রেসের হয়ে  সাংসদ হয়েছেন। আর কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে আসনটি খালি হয়েছে। এই তিনটি আসনের মধ্যে দুটিতে বিজেপির প্রভাব বেশি, আর একটিতে তৃণমূল কংগ্রেস। তবে এই তিন উপনির্বাচনকে তিন পক্ষই একুশের বিধানসভা নির্বাচনের আগে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আর তাই স্থানীয় নতুন প্রার্থীদে উপরই ভরসা করছে তৃণমূল কংগ্রেস ও বাম-কংগ্রেস জোট।  রাজ্যের ও কেন্দ্রের দুই শাসক দলকে ঠেকাতে অতীতের সব ভুল দূরে সরিয়ে আনুষ্ঠানিকভাবেই কংগ্রেস বামফ্রন্টের সঙ্গে সমীকরণ মেনে জোট তৈরি করেছে।
সর্বাধিক পঠিত


ভিডিও