যুক্তরাজ্য

১১ জুলাই ২০২৫, ১২:০৭
আরও খবর

লেবার থেকে সরে দাঁড়াচ্ছে ইউনাইট, রেইনারের সদস্যপদ স্থগিত

11637_6087305.jpg

ব্রিটেনের অন্যতম বৃহৎ লেবার ইউনিয়ন ইউনাইট (Unite) তাদের বার্ষিক নীতিমালা সম্মেলনে লেবার পার্টির সঙ্গে সম্পর্ক পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে এবং লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেইনারের সদস্যপদ স্থগিত করেছে। ব্রাইটনে অনুষ্ঠিত এই সম্মেলনে একটি জরুরি প্রস্তাব গৃহীত হয়, যেখানে বলা হয় ইউনাইট সদস্যদের প্রতি বার্মিংহাম কাউন্সিলের আচরণ 'ফায়ার অ্যান্ড রিহায়ার' নীতির সমান এবং এর জন্য কাউন্সিলের পাশাপাশি লেবার সরকারকেও দায়ী করা হয়।

বিশেষভাবে বার্মিংহাম সিটি কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা ইউনাইটের সদস্য, বর্জ্য সংগ্রাহকদের চাকরি থেকে বরখাস্ত করে পুনরায় কম বেতনে নিয়োগ দেওয়ার হুমকি দিচ্ছে। এই অবস্থানকে শ্রমিকবিরোধী বলে দাবি করেছে ইউনাইট। সম্মেলনে গৃহীত প্রস্তাবে বলা হয়, যদি কাউন্সিল এই ছাঁটাই প্রক্রিয়া চালিয়ে যায়, তবে ইউনাইটকে লেবার পার্টির সঙ্গে তাদের পুরোনো সম্পর্ক নতুন করে বিবেচনা করতে হবে।

ইউনাইটের নেতা শ্যারন গ্রাহাম বলেন, তারা কোন রাজনৈতিক দলের প্রতি নয়, বরং শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি অভিযোগ করেন, অ্যাঞ্জেলা রেইনার এই বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকা সত্ত্বেও পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়েছেন এবং শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো কাউন্সিলকে সমর্থন দিয়েছেন। গ্রাহাম আরও বলেন, লেবার সরকার কার্যত টোরিদের নিযুক্ত কমিশনারদেরই সমর্থন দিয়ে যাচ্ছে, যা শ্রমিক স্বার্থের পরিপন্থী।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইউনাইট লেবার পার্টির সবচেয়ে বড় সংযুক্ত ইউনিয়ন এবং ২০২৫ সালেই তারা পার্টিকে £৪০০,০০০-এর বেশি অনুদান দিয়েছে। এই পটভূমিতে ইউনাইটের এই সিদ্ধান্ত ব্রিটিশ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যে, শ্রমিক সংগঠন ও ঐতিহ্যগতভাবে শ্রমিকবান্ধব হিসেবে পরিচিত লেবার পার্টির সম্পর্ক এখন টানাপোড়েনের মুখে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও