যুক্তরাজ্য

১২ জুলাই ২০২৫, ১৭:০৭
আরও খবর

ফ্রান্সের সাথে চুক্তির পরেও থামছে না চ্যানেলপথে অনুপ্রবেশ: তিন দিনে ১,২০০-র বেশি অভিবাসী যুক্তরাজ্যে

11646_100227571-0-image-a-14_1752246562905.jpg

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর মধ্যে "ওয়ান-ইন, ওয়ান-আউট" অভিবাসী চুক্তি সই হওয়ার মাত্র তিন দিনের মাথায় ১,২০০–এরও বেশি অভিবাসী ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে।

আজ শনিবার সকালেও অন্তত ৩০০ জন অভিবাসী এই বিপজ্জনক সমুদ্রপথে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করছে। সকাল ১০টার কিছু পরে ডোভার বন্দরে যুক্তরাজ্যের বর্ডার ফোর্সের একটি জাহাজ ৬৮ জনকে নিয়ে পৌঁছায়। সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, আরও প্রায় ২৫০ অভিবাসী এখনো চ্যানেলে রয়েছে, যাদের বেশিরভাগই UK–এর জলসীমায় প্রবেশ করেছে বা খুব কাছাকাছি রয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর মাত্র তিন দিনের মধ্যে ১,২২৬ জন এই অবৈধ যাত্রা সম্পন্ন করেছে। এই পরিসংখ্যান প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর, কারণ তিনি এই চুক্তিকে “ঐতিহাসিক” বলে আখ্যায়িত করেছিলেন এবং বলেছিলেন যে এটি যুক্তরাজ্যে আগত ছোট নৌকার অভিবাসীদের একটি অংশকে ফ্রান্সে ফেরত পাঠাতে সহায়তা করবে।

তবে এখন পর্যন্ত ফ্রান্স কতজন অভিবাসীকে ফিরিয়ে নেবে, সে বিষয়ে দুই দেশের সরকার নির্দিষ্ট কোনো সংখ্যা ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে, শুরুতে এটি একটি সীমিত সংখ্যা হবে।

সাবেক বর্ডার ফোর্স প্রধান টনি স্মিথ GB News–কে বলেন, এই চুক্তির কারণে চ্যানেল পেরিয়ে UK–তে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা কমবে না, কারণ এই উদ্যোগটি খুবই সীমিত পরিসরে নেয়া হয়েছে এবং এটি পাচারকারীদের জন্য কার্যকর প্রতিবন্ধকতা তৈরি করবে না।

হোম অফিসের এক মুখপাত্র জানান, “মানবপাচারকারীরা এসব অসহায় মানুষদের বেঁচে থাকুক বা মরুক, তা নিয়ে চিন্তিত নয়—তারা শুধু অর্থ চায়। আর এই সরকার তাদের সেই অবৈধ ব্যবসার মডেল ভেঙে দেওয়ার জন্য কোনো কসরত রাখবে না।”

তিনি আরও বলেন, “এই কারণেই সরকার একটি সুসংহত পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে আন্তর্জাতিক গোয়েন্দা তথ্য আদান-প্রদান, উত্তর ফ্রান্সে কার্যকর নজরদারি এবং কঠোর আইন কার্যকর করে আমরা পা

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও