যুক্তরাজ্যে চলতি বছরের তৃতীয় হিটওয়েভ শনিবার চূড়ান্ত আকার ধারণ করতে পারে, যেখানে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। স্কটল্যান্ডে এরই মধ্যে বছরের সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেখানে পার্থ অঞ্চলে দাবানলের সঙ্গে লড়াই করছে ফায়ার সার্ভিস।
সাউথ ওয়েলস ও মিডল্যান্ডসে সবচেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে রেললাইনের ক্ষতির কারণে স্টেরিওফোনিক্স কনসার্টে যাতায়াতে বিপর্যয় নেমে এসেছে। উত্তর ওয়েলসের স্নোডোনিয়া অঞ্চলে তীব্র গরমের কারণে একাধিক দৌড় প্রতিযোগিতা বাতিল করা হয়েছে।
উইম্বলডনের সেন্টার কোর্টে শুক্রবার তাপমাত্রা ৩২ ডিগ্রিতে পৌঁছায়, যা টেনিস প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম উষ্ণতম দিন হতে পারে।
ইংল্যান্ডের দক্ষিণ, মিডল্যান্ডস ও ইস্ট অ্যাংলিয়ায় অ্যাম্বার সতর্কতা জারি রয়েছে, যা সোমবার সকাল পর্যন্ত বলবৎ থাকবে। ইয়র্কশায়ার, কেন্ট ও সাসেক্সে ৭০ লক্ষ মানুষ হোসপাইপ ব্যবহারে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। পানির চাহিদা বেড়ে যাওয়ায় দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে রেকর্ড পানির ব্যবহার লক্ষ্য করা গেছে।
উত্তর আয়ারল্যান্ডে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্ভাবনা রয়েছে, যা সেখানকার বছরের সর্বোচ্চ হতে পারে। এমনকি স্কটল্যান্ডের ওয়েস্টার্ন আইলসেও ২৪ ডিগ্রি সেলসিয়াসের মতো অস্বাভাবিক তাপমাত্রা দেখা যেতে পারে।
এদিকে, দমকল বিভাগ তীব্র গরমে পানিতে নেমে ডুবে যাওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে এবং শিশুদের প্রতি অভিভাবকদের নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়েছে। লন্ডনে দাবানলের সতর্কতা ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই হিটওয়েভ সোমবার নাগাদ শেষ হতে পারে, আটলান্টিক থেকে ঠান্ডা হাওয়া এসে তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় নামিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। তবে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে মঙ্গলবার পর্যন্ত গরম অব্যাহত থাকতে পারে।