যুক্তরাজ্যের দক্ষিণপশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছে একটি বিচক্র্যাফট বি ২০০ বিমান। স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এসেক্স পুলিশ এক বিবৃতিতে জনিয়েছে, ‘আমরা জানতে পেরেছি যে বিকেল ৪টার দিকে সাউথেএন্ড বিমানবন্দরে ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা এবং জরুরি পরিষেবা কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে আছেন এবং নিজ নিজ দায়িত্ব পালন করছেন। আরও বেশ কয়েক ঘণ্টা তারা সেখানে থাকবেন।’
বিবৃতিতে বলা হয়, ‘সাধারণ লোকজনকে অনুরোধ করছি যে যতক্ষণ আমাদের কাজ চলবে— ততক্ষণ যেন তারা বিমানবন্দর এলাকা এড়িয়ে চলেন।’
বিচক্র্যাফট বি ২০০ একপ্রকার ছোট উড়োজাহাজ। ২জন পাইলট এবং সর্বোচ্চ ৯ জন যাত্রী নিয়ে বিমানটি উড়তে পারে। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিল কি না— তা জানায়নি পুলিশ। এমনকি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কেও জানা যায়নি।