যুক্তরাজ্য

৭ আগস্ট ২০২৫, ০২:০৮
আরও খবর

ভাড়াটিয়াদের বের করে দিয়ে ভাড়া বাড়ালেন হোমলেসনেস বিষয়ক মন্ত্রী রুশনারা আলী

11675_IMG_7740.jpeg

লন্ডন, ৬ আগস্ট:
যুক্তরাজ্যের হোমলেসনেস বিষয়ক মন্ত্রী ও লেবার এমপি রুশনারা আলী তার পূর্ব লন্ডনের বাড়ি থেকে ভাড়াটিয়াদের সরিয়ে দিয়ে সেই বাড়িটি আগের চেয়ে £৭০০ বেশি ভাড়ায় আবার বাজারে তুলেছেন। এ তথ্য প্রকাশ করেছে The i Paper।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব লন্ডনের চার বেডরুমের টাউনহাউসটি আগে মাসে £৩,৩০০ ভাড়ায় ভাড়াটিয়াদের দেওয়া হয়েছিল। গত নভেম্বরে তাদের জানিয়ে দেওয়া হয় যে ভাড়ার মেয়াদ শেষ হলে তা আর বাড়ানো হবে না। এরপর তারা বাড়ি ছেড়ে দেয়।

কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই ওই বাড়িটি আবার ভাড়ায় তোলা হয়, এবার মাসে প্রায় £৪,০০০ ভাড়ায়। নতুন ভাড়াটিয়ারা The i Paper–কে জানিয়েছেন, তারা চার–পাঁচ মাস আগে উঠেছেন এবং বাড়িটির বর্তমান ভাড়া প্রায় £৪,০০০।

ভাড়াটিয়াদের একজন, লরা জ্যাকসন বলেন, “এটা এক ধরনের শোষণ। এত বেশি ভাড়া নেয়া অন্যায়।”

প্রতিবেদনে আরও বলা হয়, বাড়িটি ভাড়া দেওয়ার সময় এজেন্সিগুলো ভাড়াটিয়াদের কাছ থেকে অতিরিক্ত রঙ ও ক্লিনিংয়ের নামে প্রায় £২,৪০০ দাবি করেছিল। পরে জানানো হয়, এসব চার্জ অবৈধ, এবং তা বাতিল করা হয়।

রুশনারা আলীর পক্ষ থেকে বলা হয়েছে, তিনি সব আইন মেনে চলেছেন এবং দায়িত্বশীলভাবে কাজ করেছেন।

এই ঘটনায় রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। কনজারভেটিভ দলের পক্ষ থেকে বলা হয়েছে, একজন হোমলেসনেস মন্ত্রীর কাছ থেকে এমন আচরণ “দ্বিচারিতা”।

বর্তমানে বাড়িটি £৮৯৪,৯৯৫ দামে বিক্রির জন্যও তোলা হয়েছে বলে জানায় The i Paper।

সূত্র: The i Paper
(https://inews.co.uk/news/homelessness-minister-threw-out-tenants-increased-rent-3846449)

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও