খেলাধুলা

খুশি মনে ফিরতে পারেননি মুমিনুল

1168_download (3).jpg

টেস্ট সিরিজে অপ্রত্যাশিত ড্রয়ের সাফল্য নিয়ে আজ বিকেলে নিউজিল্যান্ড থেকে ঢাকায় ফিরেছে জাতীয় ক্রিকেট দল। ফিরেই অবশ্য অধিনায়ক মুমিনুল হক জানালেন, মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশ দল জিতলেও তিনি খুব একটা আনন্দ নিয়ে ফিরতে পারেননি দেশে।

এবারের দুই টেস্টের সফরের আগে নিউজিল্যান্ডের মাটিতে কোনো সংস্করণেই জয় ছিল না বাংলাদেশ দলের। নিউজিল্যান্ড সফর মানেই যেন হয়ে দাঁড়িয়েছিল হতাশার উপাখ্যান। সে জায়গায় এবার প্রথম টেস্ট জিতে সিরিজ ড্র করে ফিরেও কেন মুমিনুল আজ বিকেলে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বললেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি খুব একটা খুশি নই!’

অধিনায়ক মুমিনুল খুশি নন, কারণ, প্রথম টেস্টে জিতলেও ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ হেরেছে তিন দিনে। বিমানবন্দরে আজ মুমিনুলই বলছিলেন, ‘কোনো সময় আপনি ভালো খেলবেন, কোনো সময় খারাপ খেলবেন। কোনো সময় প্রক্রিয়া ঠিক থাকবে, কোনো সময় থাকবে না। আলহামদুলিল্লাহ যে আমরা একটা ম্যাচ জিতেছি। তবে শেষ ম্যাচে যেভাবে খেলেছি, একজন অধিনায়ক হিসেবে আমি খুব একটা খুশি নই। আমাদের দ্বিতীয় টেস্টটা আরও ভালো খেলা উচিত ছিল।’

তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল তিন দিনে হারায় কেউ যদি ভেবে বসেন প্রথম টেস্টের জয়টা ‘ফ্লুক’ ছিল, সেটা আবার মানবেন না টেস্ট অধিনায়ক, ‘কোনো ক্যারিশমা নয়, কোনো জাদুমন্ত্রও ছিল না। আমরা আমাদের প্রক্রিয়াটা ঠিক রাখার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করছি দল হিসেবে ভালো খেলতে। বাংলাদেশ দল তখনই ভালো করে যখন সবাই পারফর্ম করে। বিশেষ করে টেস্টে। টেস্টে আমরা তখনই ভালো করি যখন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দল হিসেবে ভালো খেলি।’

এবারের নিউজিল্যান্ড সফর থেকে নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। তারা এখন জানে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারাতে হলে কী করতে হবে। মুমিনুল অল্প কথায় ব্যাখ্যা করলেন সেটা, ‘শুধু উইকেট বা কন্ডিশনের অজুহাত দিলে হবে না। আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বলেছিলাম, বিদেশে জিততে হলে মানসিকতাটা গুরুত্বপূর্ণ। মানসিকতা যদি এমন হয় যে আমি নিউজিল্যান্ডে যাব, কি–না–কি হয়—তাহলে হবে না। শরীরী ভাষায় আপনাকে আশাবাদী হতে হবে। দিন শেষে আপনার মানসিকতার ওপরই নির্ভর করবে বিদেশের মাটিতে আপনি কেমন খেলবেন।’

নিউজিল্যান্ডের অতীত অভিজ্ঞতার কারণে এবারের সফরেও বাংলাদেশ দলের কাছে খুব বেশি কিছু আশা ছিল না। টি–টোয়েন্টি বিশ্বকাপ আর পাকিস্তান সিরিজের ব্যর্থতার পর বরং নিউজিল্যান্ড থেকেও হতাশা নিয়ে ফেরারই শঙ্কা ছিল। তবে মুমিনুল জানালেন, তিনি নাকি আশাবাদী ছিলেন, ‘আমার মনে হয়, আপনারাও আশা করেননি। কেউই আশা করেনি আমরা নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচ জিতব। আমার দলেরও অনেকে আশা করেনি, তবে আমি কিছুটা আশা করেছিলাম।’

নিউজিল্যান্ড সিরিজ শেষ। টেস্ট অধিনায়কের চিন্তায় এখন জাতীয় দলের সামনের সিরিজগুলো, ‘আমি এখন বেশি চিন্তিত পরবর্তী সিরিজগুলো নিয়ে। কারণ, সামনের সিরিজগুলো ভালো ভালো দলের সঙ্গে—ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। আমাদের হয়তো বেশি জায়গা আছে উন্নতির। একটা টেস্ট জিতলাম আর তা নিয়ে খুশি থাকলাম, তা হবে না। আমাদের পা মাটিতেই থাকবে।’

সর্বাধিক পঠিত


ভিডিও