সিলেটে মায়ের মৃত্যুর প্রায় ৬ ঘণ্টা পর ছেলে মুজিবুর রহমান মারা গেছেন। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৮ অক্টোবর) রাতে নগরীর ঘাষিটুলা কলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনার জানান, সিলেট মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক মুজিবুর রহমানের মা সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মায়ের দাফন কাফনের প্রস্তুতি চলাকালে রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজিবুর রহমান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর যুবদল নেতা মীর্জা সম্রাট হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।