লেবার সরকার আশ্রয়প্রার্থীদের আর হোটেলে নয়, বরং সামরিক ব্যারাকে স্থানান্তরের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, সরকার সামরিক ও অন্যান্য স্থাপনা ব্যবহার করে সাময়িকভাবে আশ্রয়প্রার্থীদের রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। হোটেল ব্যবহারের বিরুদ্ধে জনরোষ এবং একদিনে এক হাজারের বেশি অভিবাসী ছোট নৌকায় আসার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কেন্টের নেপিয়ার ব্যারাক ও এসেক্সের এমডিপি ওয়েদারসফিল্ডে ইতিমধ্যে কিছু আশ্রয়প্রার্থী রাখা হয়েছে। এবার আরও সম্প্রসারণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নতুন স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ বলেছেন, যুক্তরাজ্যের সীমান্ত সুরক্ষা তার প্রধান অগ্রাধিকার। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ছোট নৌকায় আসা আশ্রয়প্রার্থীদের আটক করে ফ্রান্সে ফেরত পাঠানো হবে।
এর আগে লেবার সরকার কনজারভেটিভদের রুয়ান্ডা নীতি বাতিল করেছে এবং বিবি স্টকহোম বার্জ বন্ধ করেছে। তবে দ্রুত আশ্রয় প্রক্রিয়া সম্পন্ন ও হোটেল ব্যয়ের বোঝা কমাতে সরকারের ওপর চাপ বাড়ছে।