যুক্তরাজ্য

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯
আরও খবর

‘গাজা ও অভিবাসনবিরোধী অবস্থান’ ইস্যুতে লন্ডনে লেবার পার্টি থেকে পদত্যাগ, গ্রিন দলে যোগ তিন কাউন্সিলরের

11845_GreensDefect2.jpg.jpg

পূর্ব লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের তিনজন লেবার পার্টির কাউন্সিলর দলীয় নীতি-অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেছেন। তারা গ্রিন পার্টিতে যোগ দিয়ে এক দশকেরও বেশি সময় পর এলাকায় লেবার পার্টির বিরুদ্ধে প্রথম রাজনৈতিক বিরোধী শক্তি গঠন করলেন।

পদত্যাগকারী তিন কাউন্সিলর হলেন মইন কাদরী, ভিক্টোরিয়া হর্নবি ও ফারুক চৌধুরী। তারা অভিযোগ করেছেন, স্যার কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি “নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে” এবং “গাজা প্রসঙ্গে নীতিগত অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।” একই সঙ্গে দলটির অভিবাসনবিরোধী বক্তব্য ও বিভাজন সৃষ্টিকারী নীতি গ্রহণ তাদের গভীরভাবে হতাশ করেছে বলে মন্তব্য করেন তারা।

যৌথ বিবৃতিতে তিন কাউন্সিলর বলেন, “এটি সহজ কোনো সিদ্ধান্ত নয়, বরং সততা, ন্যায় ও সাহস নিয়ে আমাদের এলাকার জনগণকে সেবা দেওয়ার অঙ্গীকার থেকেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। কয়েক দশক ধরে কাউন্সিলর, কমিটি সদস্য এবং মেয়র হিসেবে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। কিন্তু আমরা দেখেছি লেবার পার্টি সেই জনগণের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যাদের তারা সেবা দেওয়ার দাবি করে।”

তারা আরও বলেন, স্থানীয়ভাবে মানুষ চরম জীবনযাত্রার ব্যয় সংকটে ভুগছে, অথচ সেবা কমছে। রাস্তা অনিরাপদ, আবর্জনা ব্যবস্থাপনা দুর্বল, বাসস্থানের অবস্থা অবহেলিত, অপরাধ ও অরাজকতা বাড়ছে। এর মধ্যেই স্থানীয় লেবার নেতৃত্ব স্বচ্ছতা ও জবাবদিহি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

জাতীয় পর্যায়েও একই সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তারা। তাদের দাবি, লেবার পার্টি বর্তমানে “নৈতিক দিকনির্দেশনা থেকে বিচ্যুত” হয়ে পড়েছে।

এ ঘটনাটি লন্ডনে লেবারের জন্য আরও একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এর আগে লিউইশামের কাউন্সিলর লিয়াম শ্রিভাস্তাভা ও হ্যারিনগের কাউন্সিলর মার্ক ব্লেকও লেবারের ডানপন্থী অবস্থানের কারণে গ্রিন পার্টিতে যোগ দেন। পাশাপাশি, গত মাসে ক্যামডেন কাউন্সিলে একটি উপনির্বাচনে লেবারকে হারিয়ে লিবারেল ডেমোক্র্যাটরা ওয়েস্ট হ্যাম্পস্টেড আসনে বিজয়ী হয়।

উল্লেখ্য, এই ওয়ার্ডটি প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের আসনের অন্তর্ভুক্ত হলেও ক্যামডেন বরোতেই লেবার নেতা ও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সংসদীয় আসন হোলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস অবস্থিত।

Source: The Standard

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও