বাংলাদেশ

সাদিকের ‘উচ্চ বংশীয়’ গরু বিক্রি হলো কেজি দরে

11988_IMG_1727.jpeg

কেজি দরে বিক্রি করা হয়েছে সাদিক অ্যাগ্রোর ‘উচ্চ বংশীয়’ গরুর মাংস। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোস্ত বিতানে ১২০০ টাকা কেজি দরে গরুগুলো বিক্রি করা হয়।

সেখানে মাংস কিনতে আসা আজিজ নামের এক ক্রেতা বলেন, ‘আমরা ব্রাহমা জাতের এই গরুগুলো কোরবানির সময় কিনতে পারতাম না। এখন কেজি দরে বিক্রি করায় একটু হলো কিনতে পারব।’অপর এক ক্রেতা বলেন, ‘গরু, মহিষ ও খাসির মাংস তো খেয়েছি, কিন্তু ব্রাহমা গরুর মাংস খাইনি। তাই টেস্ট করার জন্য মাংস নিচ্ছি।’এদিকে, আলোচিত ‘উচ্চ বংশীয়’ গরু দেখতে আসা হাবিব বলেন, ‘ বাংলাদেশে এই ৫টা আইকনিক গরু ছিল। শিংবিহীন এই গরুর মাথার ওজনই আছে প্রায় এক মণ। গরুর কুঁজেই আছে প্রায় ২০ থেকে ২৫ কেজি মাংস।’

দীর্ঘ ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাংস কেনা এক ক্রেতা বলেন, ‘আলহামদুলিল্লাহ। সকাল ৮টায় লাইনে দাঁড়িয়ে বেলা ১১টায় মাংস পেয়েছি ’

খলিল গোস্ত বিতানের মালিক খলিলুর রহমান বলেন, ‘আমি ব্রাহমা জাতের ৫ গরু নিলামের মাধ্যমে পেয়েছি। ১১ জন নিলামে অংশ নিয়েছিলেন।’ পাঁচটা গরু বিভিন্ন দামে কিনেছেন বলে জানান তিনি।খলিল আরও বলেন, ‘জনসমক্ষে মাংস কেটে এখন বিক্রি করছি। । উচ্চ মূল্যের এই গরু কম মূল্যে বিক্রি করছি যাতে সাধারণ মানুষ খেতে পারে।’

সর্বাধিক পঠিত


ভিডিও