উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ম্যানচেস্টারে একটি সিনাগগের কাছে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার ঘটনায় এবং একজন নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করার পর দুইজন নিহত হয়েছেন। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, নিরাপত্তা সদস্যরা সন্দেহভাজনকে গুলি করেছেন।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এক্সে দেয়া বার্তায় জানিয়েছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে হিটন পার্ক হিব্রু মণ্ডলীর সিনাগগে ইহুদিরা জড়ো হয়েছিলেন। সেখানে একটি গাড়ি জনসাধারণের ওপর চাপিয়ে দিতে দেখেছেন এক প্রত্যক্ষদর্শী এবং এ সময় একজনকে ছুরিকাঘাতও করা হয়।
জিএমপি এক বিবৃতিতে জানায়, পরে সশস্ত্র কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং যাকে অপরাধী বলে মনে করা হচ্ছে, সেই ব্যক্তিকে পরে সেখানে গুলি করা হয়। এ ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ এবং আরও তিনজনের অবস্থা গুরুতর।
রয়টার্সের খবরে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিও নিহত বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তার শরীরে সন্দেহজনক জিনিসপত্র থাকায় নিরাপত্তাজনিত সমস্যার কারণে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যায়নি।
ইতোমধ্যেই একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে ডাকা হয়েছে এবং তারা এখন ঘটনাস্থলেই রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা যায়, এ দিনটি ইহুদিদের প্রায়শ্চিত্ত দিবস এবং ইহুদি ক্যালেন্ডারের অন্যতম পবিত্রতম দিন যাকে ‘ইয়ম কিপ্পুর’ বলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ সিনাগগের সীমানার ভিতরে একজন ব্যক্তিকে গুলি করছে, অন্যদিকে আরেকজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তাকে ইহুদিদের ঐতিহ্যবাহী মাথার আচ্ছাদন পরা অবস্থায় দেখা যাচ্ছে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা