সংস্কৃতি ও বিনোদন

ইউটিউবের বিরুদ্ধে মামলা করলেন অভিষেক-ঐশ্বরিয়া

12052_IMG_2029.jpeg

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাবেকবিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ওঅভিষেক বচ্চন ইউটিউবের বিরুদ্ধে মামলাকরেছেন। এ মামলায় গুগলসহ অন্যদের কাছথেকে চার লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশিমুদ্রায় চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেনতারা। সেই সঙ্গে এ ধরনের ডিপফেক ভিডিওশেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েআদালতের দ্বারস্থ হয়েছেন এ তারকা দম্পতি।

একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, মানহানিকর ও বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারেরঅভিযোগে তারা প্ল্যাটফর্ম ইউটিউব এবং এর মূলসংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। অভিষেকও ঐশ্বরিয়ার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেইউটিউবে প্রচারিত শত শত লিঙ্ক এবং স্ক্রিনশট, যেখানে এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিওতে তাদেরনিয়ে ‘ভয়াবহ’, ‘যৌন উসকানিমূলক’ এবং‘কাল্পনিক’ বিষয়বস্তু দেখানো হয়েছে।আদালতে দেওয়া মামলায় তারা উল্লেখ করেছেন, ইউটিউবে এমন একাধিক ভিডিও পাওয়া যায়,যেখানে তাদের ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে ভুয়া,বিভ্রান্তিকর এবং মানহানিকর উপায়ে চিত্রিত করাহয়েছে। এর উদাহরণ হিসেবে আবেদনে 'অভিষেকবচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বনকরছেন' বা 'ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খানএকসঙ্গে ডিনার করছেন'—এমন মনগড়া ভিডিওরকথা উল্লেখ করা হয়েছে।

আবেদনকারী তারকা দম্পতি যুক্তি দিয়েছেন, এজাতীয় ভিডিওগুলো কেবল তাদের সুনামকেইআঘাত করছে না, বরং এটি তাদের গোপনীয়তারমৌলিক অধিকারেরও মারাত্মক লঙ্ঘন করছে।

সর্বাধিক পঠিত


ভিডিও