যুক্তরাজ্য

১৭ অক্টোবর ২০২৫, ০০:১০
আরও খবর

মসজিদের দানবাক্স ভেঙে £1,000 চুরি, ৪ বছরের কারাদণ্ড

12248_IMG_8849.jpeg

ওয়েস্টমিন্স্টার থেকে আগত ৫৬ বছর বয়সী অ্যান্থনি চিয়েকে ইংল্যান্ডের রিডিং এলাকার একটি মসজিদে প্রবেশ করে দানবাক্স ভেঙে এক হাজার পাউন্ড চুরি করেছে। 

ঘটনার সময় সে সিসিটিভি রুমে ঢুকে ক্যামেরা অকেজো করার জন্য সাদা রঙ ছড়িয়ে দেয় এবং ক্যাবল ছিঁড়ে ফেলে। পালানোর সময় পুলিশ তাকে ধাওয়া করলে সে গাড়ি রিভার্স করে এক পুলিশ কুকুর হ্যান্ডলারকে আঘাত করে। পরে সংগৃহীত ডিএনএ প্রমাণের ভিত্তিতে তাকে শনাক্ত করা হয়। 

আদালতে স্বেচ্ছায় হাজির না হলেও রিডিং ক্রাউন কোর্ট তাকে অনুপস্থিত অবস্থাতেই চার বছরের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে দুইটি চুরি, সম্পত্তি নষ্ট করা, নিষিদ্ধ অবস্থায় গাড়ি চালানোসহ একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে। 

স্থানীয় মুসলিম সম্প্রদায় জানিয়েছে, পবিত্র উপাসনালয়ে এ ধরনের হামলা শুধু চুরি নয় বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত। মসজিদের নিরাপত্তা আরও জোরদার করার দাবি তুলেছে তারা।


 

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও