ব্রিটেনের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকম গাজা যুদ্ধ নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রে গুরুতর সম্প্রচার বিধি লঙ্ঘনের অভিযোগে বিবিসিকে দোষী সাব্যস্ত করেছে। ‘Gaza: How to Survive a Warzone’ শিরোনামের প্রামাণ্যচিত্রটি চলতি বছরের ফেব্রুয়ারিতে সম্প্রচারিত হয়। এতে গাজায় যুদ্ধকালীন জীবনের গল্প তুলে ধরা হয় চারজন তরুণ-তরুণীর চোখে। পরে জানা যায়, চলচ্চিত্রটির বর্ণনাকারী ১৩ বছর বয়সী কিশোরটি হামাস প্রশাসনের এক কর্মকর্তার সন্তান।
অফকম জানিয়েছে, বিবিসি এই গুরুত্বপূর্ণ তথ্যটি দর্শকদের জানায়নি, যা গুরুতরভাবে বিভ্রান্তিকর এবং তাদের সম্প্রচার বিধি লঙ্ঘনের শামিল। বিবৃতিতে বলা হয়েছে, এই তথ্য গোপন রাখায় দর্শকরা এমন এক প্রেক্ষাপট থেকে বঞ্চিত হয়েছে, যা তাদের তথ্য মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। এটি অফকমের সম্প্রচার কোডের ২.২ ধারার স্পষ্ট লঙ্ঘন।
অফকম আরও জানায়, বিবিসির মতো একটি জনসেবা সম্প্রচার মাধ্যমের প্রতি জনগণের আস্থা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যর্থতা সেই আস্থা ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করেছে। ফলে অফকম নির্দেশ দিয়েছে, বিবিসিকে অবশ্যই BBC Two চ্যানেলে রাত ৯টায় এই রায়ের সারসংক্ষেপ সম্প্রচার করতে হবে, যার তারিখ পরে নির্ধারিত হবে।
বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা অফকমের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মেনে নিচ্ছে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তদন্তেও নিশ্চিত হয়েছে যে প্রামাণ্যচিত্রে বর্ণনাকারীর পারিবারিক পটভূমি প্রকাশ না করা তাদের সম্পাদকীয় নীতিমালা লঙ্ঘন করেছে। বিবিসি আরও জানিয়েছে, তারা ইতিমধ্যে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে এবং অফকমের নির্দেশ অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ বাস্তবায়ন করবে।
চলতি বছরের জুলাই মাসে বিবিসির অভ্যন্তরীণ পর্যালোচনাতেও একই সিদ্ধান্তে উপনীত হওয়া হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, বর্ণনাকারীর বাবার হামাস প্রশাসনের সঙ্গে সম্পর্ক প্রকাশ না করা ছিল দর্শকদের বিভ্রান্ত করার মতো একটি গুরুতর ত্রুটি।