ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু ঘোষণা দিয়েছেন যে তিনি আর ডিউক অব ইয়র্কসহ কোনো রাজকীয় উপাধি ব্যবহার করবেন না। দীর্ঘদিন ধরে জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক এবং সেই নিয়ে ওঠা অভিযোগের কারণে ব্রিটিশ রাজপরিবারের মর্যাদা বারবার প্রশ্নের মুখে পড়ছিল। রাজা তৃতীয় চার্লসও বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন। অবশেষে অ্যান্ড্রু নিজেই জানান যে তার ব্যক্তিগত বিতর্ক যেন রাজপরিবারের দায়িত্ব ও জনসেবামূলক কাজকে আর প্রভাবিত না করে।
প্রিন্স অ্যান্ড্রু বলেন যে চলমান আলোচনা এবং সমালোচনা রাজপরিবারের কাজে বাধা সৃষ্টি করছে। তাই তিনি সব আনুষ্ঠানিক উপাধি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে জন্মগত পদবি হওয়ায় তিনি এখনও প্রিন্স হিসেবে পরিচিত থাকবেন। তার সাবেক স্ত্রী সারা ফেরগুসন আর ডাচেস অব ইয়র্ক পদবি ব্যবহার করতে পারবেন না। তাদের দুই কন্যা প্রিন্সেস বিট্রিস ও প্রিন্সেস ইউজিনির অবস্থান অপরিবর্তিত থাকবে।
২০১৯ সাল থেকে প্রিন্স অ্যান্ড্রু জনসম্মুখের দায়িত্ব থেকে সরে ছিলেন। এবার তিনি আনুষ্ঠানিকভাবে তার রাজকীয় পরিচয়ের বড় অংশ ছেড়ে দিলেন। রাজপরিবারের ভেতরে এবং জনগণের মধ্যে এ সিদ্ধান্ত নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ একে প্রয়োজনীয় মনে করছেন, কেউ দেখছেন এটিকে অনেক দেরিতে নেয়া সিদ্ধান্ত হিসেবে।