যুক্তরাজ্য

৪ নভেম্বর ২০২৫, ১৮:১১
আরও খবর

পুলিশ স্টেশনের কাছে সন্দেহজনক বিস্ফোরক, বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে

12533_Screenshot 2025-11-04 at 18-46-29 Boston bomb threat Suspicious device found near police station.jpeg

লিংকনশায়ারের বোস্টন পুলিশ স্টেশনের কাছে একটি সন্দেহজনক বস্তু পাওয়া গেলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার বেলা ১২টা ১৫ মিনিটের দিকে ওই বস্তুটি চোখে পড়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে ব্রিটিশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দফতর (ইএক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল–EOD) ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

বিকেল পাঁচটার কিছু আগে লিংকনশায়ার পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবিস্ফোরিত বোমা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত মূল্যায়নের আগে কাউকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলের চারপাশে ১০০ মিটার এলাকাজুড়ে নিরাপত্তা কর্ডন জারি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য নিকটস্থ কমিউনিটি হলে একটি বিশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে তারা নিরাপদে অবস্থান করতে পারবেন। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সকলের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও