স্কটল্যান্ড

অনলাইন মিটিংয়ে ক্যামেরা বন্ধ করতে ভুলে টয়লেটে বসে বিব্রত লেবার কাউন্সিলর

12559_SEI_273152929-85dc.jpg

ভার্চুয়াল মিটিং চলাকালে ক্যামেরা বন্ধ করতে ভুলে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন স্কটল্যান্ডের এক লেবার কাউন্সিলর। গ্লাসগো সিটি কাউন্সিলের ওই বৈঠকে কাউন্সিলর হানিফ রাজা ল্যাপটপ হাতে নিয়ে টয়লেটে প্রবেশ করে প্যান্ট নামিয়ে বসে পড়েন, আর চিত্রটি সরাসরি সম্প্রচারিত হয় চলমান জুম কলে।

ভিডিওতে দেখা যায়, তিনি বসে পড়ার মুহূর্তে অন্য একজন সদস্য সতর্ক করে বলেন, “আপনি কি জানেন আপনার ক্যামেরা চালু রয়েছে?” এ কথা শোনার সাথে সাথেই রাজা হতবাক মুখে তাকিয়ে দ্রুত ক্যামেরা বন্ধ করেন। ঘটনাটি দেখে বৈঠকে উপস্থিত অন্য কয়েকজন সদস্য হাসি চেপে রাখতে ব্যর্থ হন।

সভার বিষয়বস্তু ছিল শহরের কেন্দ্রস্থলে হেলেন স্ট্রিটে একটি ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা সংক্রান্ত পরিকল্পনা অনুমোদন। ঘটনার পর রাজা স্থানীয় গণতন্ত্র রিপোর্টিং সার্ভিসকে জানান, বিষয়টি সম্পূর্ণ ‘ভুলবশত’ ঘটেছে। তিনি বলেন, ডায়াবেটিসের কারণে তাঁকে নিয়মিত বিরতিতে টয়লেটে যেতে হয় এবং তিনি ক্যামেরা বন্ধের বোতাম চাপার পরও তা খেয়াল করেননি।

২০১২ সাল থেকে পলকশিল্ডস ওয়ার্ডের প্রতিনিধিত্বকারী এই কাউন্সিলর বলেন, “আমি ক্ষমাপ্রার্থী। ভুলটি হয়েছে। রোগের কারণে আমাকে প্রায়ই টয়লেট ব্যবহার করতে হয় এবং রাতে ঘুম ভেঙেও বারবার যেতে হয়।”

ঘটনাটি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যও এসেছে স্কটিশ ন্যাশনাল পার্টির এক মুখপাত্রের কাছ থেকে। তিনি বলেন, “হাইব্রিড কর্মপদ্ধতি পরিবারিক জীবনের জন্য সুবিধাজনক ঠিকই, তবে পরিকল্পনা সভার সময় ‘বাচ্চাদের সুইমিং পুলে নামিয়ে দেয়া’ মোটেও গ্রহণযোগ্য নয়।”

গ্লাসগো সিটি কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, সভার ওয়েবকাস্ট সাময়িকভাবে অফলাইনে নেয়া হয়েছে। ঘটনার হাস্যকর অংশ সম্পাদনা করে আলোচনা অংশ অক্ষত রেখে তা পুনরায় আপলোড করা হবে।

সর্বাধিক পঠিত


ভিডিও