
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মনোনয়ন না পাওয়ার পর ঢাকা থেকে হেলিকপ্টারে এসে গণসংযোগ করেছেন বিএনপি নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে অবতরন করেন তিনি। এরপর সেই মাঠেই একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য রাখেন।
এ সময় সাদিকুর রহমান বলেন, বিএনপির দেয়া এ মনোনয়ন প্রাথমিকভাবে দেয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে অনেক মনোনয়ন পরিবর্তন হবে বলে তিনি বিশ্বাস করেন। তাই তিনি তার কর্মী সমর্থকদের ধৈর্য ধরে নির্বাচনি কাজ ও ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহবান জানান। উল্লেখ্য, আসন্ন ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই ধারাবাহিকতায় মেলান্দহ-মাদারগঞ্জ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে মোস্তাফিজুর রহমান বাবুলের নাম।