রাজনীতি

জেএসসি-জেডিসি পরীক্ষায় পৌনে দুই লাখ ছাত্রী বেড়েছে

15_9.jpg

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) শুরু হবে আগামী ১লা নভেম্বর। এ পরীক্ষায় মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। গত বছরের তুলনায় এবার মোট পরীক্ষার্থী বেড়েছে ৫৬ হাজার। তার মধ্যে রেকর্ড সংখ্যক ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ২৬৪ জন। আজ বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি-জেডিসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান।

মন্ত্রী জানান, এ বছর ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী; ছাত্র সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮। গত বছর পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন।

সর্বাধিক পঠিত


ভিডিও