
মঙ্গলবার ভোরে ধর্মেন্দ্রের মৃত্যুর খবর রটে যায়। যদিও পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হয়। এখন কেমন আছেন অভিনেতা? জানালেন বড় ছেলে সানি দেওলের সহকারী।
সোমবার রাত থেকেই শোনা যাচ্ছিল শারীরিক অবস্থার নাকি অবনতি হয়েছে ধর্মেন্দ্রের। পরিবারের পাশাপাশি বলিউডের একাধিক তারকা মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পৌঁছোন। মঙ্গলবার ভোরে অভিনেতার মৃত্যুর খবর রটে যায়। যদিও পরিবারের তরফে এই খবর ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হয়। এখন কেমন আছেন ধর্মেন্দ্র? জানালেন বড় ছেলে সানি দেওলের সহকারী।
মঙ্গলবার সকালেই ঈশা দেওল সমাজমাধ্যমে বার্তা দেন, পরিবারের অনুমতি ব্যতীত তাঁদের ব্যক্তিগত বিষয়ে তৃতীয় ব্যক্তি যেন হস্তক্ষেপ না করেন। একই রকম ক্ষোভ প্রকাশ করেন হেমা মালিনীও। ধর্মেন্দ্রের প্রয়াণের খবর পরিবেশনে আহত অভিনেতার স্ত্রী, তিনি এই ধরনের খবরে তীব্র ভৎর্সনা জানান।
মঙ্গলবার সকালে ফের সানি দেওলের টিমের তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়, ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর দীর্ঘ জীবনের জন্য অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধ জানানো হয়। অন্য দিকে, তারকার দীর্ঘায়ু কামনা করে দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই অনুরাগীরা পুজোপাঠ শুরু করেছেন। ব্রিচ ক্যান্ডি হাসাপতালের বাইরে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
Source: Anandabazar