
রাজধানীর একটি রাজনৈতিক কার্যালয়ের সামনে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের সঙ্গে বাকবিতণ্ডার জেরে মারধরের চেষ্টা করেছেন এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)-এর এক স্থানীয় নেতা।
মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নেতা রাগের মাথায় চিৎকার করে বলেন, বেয়াদব লোক, তোকে এখনই মাইরা ফেলি! এরপর তিনি পুলিশের দিকে তেড়ে যান।
সোমবার (১০ নভেম্বর) রাতে ১১টার দিকে কারওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এনসিপি কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের গাড়ি থামানো ও চলাচল নিয়ন্ত্রণ করছিলেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য। এ সময় এক নেতা গাড়ি থামানো নিয়ে ক্ষুব্ধ হয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
দ্রুত আশপাশের অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই নেতাকে সরিয়ে নেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের আচরণকে অপেশাদার ও অগ্রহণযোগ্য” হিসেবে আখ্যা দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলা বা হুমকি দণ্ডনীয় অপরাধ। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এনসিপি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘটনাটি ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। দলের এক মুখপাত্র বলেন, “আমাদের নেতাকে আগে উস্কানি দেওয়া হয়েছিল। তিনি ইচ্ছাকৃতভাবে ঝামেলা করতে যাননি।