
বার্মিংহামের এক কিশোরকে গুলি করে হত্যার দায়ে এক যুবককে দোষী সাব্যস্ত করেছে আদালত। অভিযুক্ত সিরাজ আয়ুব (২৪), আলেকজান্ডার রোড, বার্মিংহাম-এর বাসিন্দা, মঙ্গলবার বার্মিংহাম ক্রাউন কোর্টে দুই সপ্তাহব্যাপী বিচার শেষে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন।
গত বছরের ১৯ অক্টোবর ওয়াশউড হিথের অ্যাল্ডারসন রোডে ১৯ বছর বয়সী আলি রিয়ানকে গুলি করে আহত করা হয়। তিনি হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।
ঘটনার পরপরই আয়ুব দেশ ছেড়ে পালিয়ে যান, তবে চলতি বছরের জানুয়ারিতে ডাবলিন থেকে ফেরার সময় ফেরিতে যুক্তরাজ্যে প্রবেশ করার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্ত কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, আয়ুব একটি কালো মার্সিডিজ গাড়িতে ছিলেন যা আলি রিয়ান ও তার বন্ধুকে অনুসরণ করছিল, যখন তারা একটি ই-বাইক চালাচ্ছিলেন। গাড়িটি তাদের পাশে থামলে পেছনের সিট থেকে গুলি চালানো হয়। পরে তারা আবার চলতে শুরু করলে দ্বিতীয়বার গুলি চালানো হয়, যা রিয়ানের গায়ে লাগে।
একজন পথচারী রিয়ানকে রাস্তায় পড়ে থাকতে দেখে জরুরি সেবায় ফোন করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তিনি বাঁচতে পারেননি।
পুলিশ জানায়, আয়ুব জিজ্ঞাসাবাদের সময় কোনও মন্তব্য করতে অস্বীকার করেন, তবে পরবর্তীতে তাকে হত্যার অভিযোগে চার্জ করা হয়। মঙ্গলবার আদালতে জুরি তাকে দোষী সাব্যস্ত করে।
আলি রিয়ানের পরিবার এক বিবৃতিতে বলেন, “সে জীবনের প্রতি গভীর ভালোবাসা ও উদ্দীপনা নিয়ে বেঁচেছিল। তার ছিল সীমাহীন সম্ভাবনা। সে সবসময় হাসিমুখে মানুষকে সাহস জোগাত, মন দিয়ে শুনত।”
পুলিশের সিনিয়র তদন্ত কর্মকর্তা জেনি বার্চ বলেন, “আমরা আশা করি এই রায় রিয়ানের পরিবারের মনে কিছুটা শান্তি আনবে। আমাদের দল অক্লান্ত পরিশ্রম করেছে, এবং আমরা আনন্দিত যে আলি ও তার পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে পেরেছি।”
সিরাজ আয়ুবের সাজা ঘোষণা করা হবে আগামী ৪ ডিসেম্বর।