সংস্কৃতি ও বিনোদন

‘রুহ-ই-নুর’ নামে নারী ব্যান্ড আনলেন এআর রহমান

12683_IMG_5091.jpeg

অস্কারজয়ী কিংবদন্তি ভারতীয় সংগীতপরিচালক, সুরকার ও শিল্পী এআর রহমান সম্প্রতি একটি নারী ব্যান্ড দল চালুর ঘোষণা দিয়েছেন। ‘রুহ-ই-নুর’ নামের ব্যান্ডটির নেতৃত্বে আছেন তার মেয়ে খাতিজা রহমান।

‘রুহ-ই-নুর’ নামের বাংলা অর্থ দাঁড়ায় ‘আত্মার আলো’। বিশেষ এই গানের দলটির সব সদস্যই নারী। 

এআর রহমানের মেয়ে হলেও খাতিজা রহমানের আলাদা একটি পরিচয় রয়েছে। তিনি অনেক আগে থেকেই বেশ পরিচিত একজন গায়িকা, সুরকার ও সংগীত প্রযোজক হিসাবে। খাতিজার নিজস্ব সংগীত প্রতিষ্ঠান ‘কেএম মিউজিক’-এর ব্যানারে গঠিত এ ব্যান্ডের প্রকল্পপ্রধান কানিকা উরস।

খাতিজা রহমান ছাড়াও এই ব্যান্ডে রয়েছেন আরও পাঁচ গায়িকা। তারা হলেন— পূজা তিওয়ারি, সানা আজিজ, শাওনি, আমিনা রফিক ও শিফা রুবি। 

আগামী ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে তানভীর উৎসবে প্রথমবারের মতো মঞ্চে উঠবেন এই ব্যান্ডের নারীরা।

ভারতীয় সংবাদমাধ্যমকে এ বিষয়ে এআর রহমান বলেছেন, রুহ-ই-নুর শুধু একটি ব্যান্ড নয়, এটি এমন এক আলো, যা হৃদয়ের সঙ্গে হৃদয়কে যুক্ত করবে। প্রতিটি নারী সদস্য আধুনিক সংগীতশিল্পীর আত্মবিশ্বাস বহন করে। তাদের সম্মিলিত কণ্ঠ একাধারে নির্মল, শক্তিশালী, শিকড়সঞ্জাত ও ভবিষ্যৎমুখী।

সর্বাধিক পঠিত


ভিডিও