
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় তিনি গুলশানের বাসা ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন।
তার সফরসঙ্গী হিসেবে ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার ভগ্নিপত্নী নাসরিন সাঈদ ইস্কান্দার ও পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান প্রমুখ।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপার্সন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার সঙ্গে সংক্ষিপ্ত সময়ের ব্যক্তিগত বৈঠক করেন এবং কয়েক মিনিট আলাপ করেন।