
সিলেটের প্রখ্যাত আলেম ও বুজুর্গ, ইছামতির পীর মাওলানা কাজী রফিক আহমদ (৭১) আর নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রামপুর সিলসিলার প্রখ্যাত ওলিয়ে কামিল ও বুজুর্গ মাওলানা শফিক আহমদ ছাহেবের সুযোগ্য সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, ভক্ত ও মুরিদান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা কাজী রফিক আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় ওসমানীনগরের তাজপুর মঙ্গলচণ্ডী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
মাওলানা কাজী রফিক আহমদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব। তিনি জীবদ্দশায় একাধিক মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত সেসব প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি টানা ৪০ বছর তাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ১৯৮২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ সময় সুনামের সাথে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান।
শোক প্রকাশ: মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা কাজী কল্যাণ সমিতি, ওসমানীনগর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন, জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদ, লতিফিয়া কারী সোসাইটি, আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া এবং ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।