যুক্তরাজ্য

২ ডিসেম্বর ২০২৫, ১৩:১২
আরও খবর

আব্দুল লতিফ জেপি আর নেই, কমিউনিটিতে শোকের ছায়া

12893_IMG_6084.jpeg

যুক্তরাজ্য বিএনপির রাজনীতিতে এক প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিত্ব, বার্মিংহাম–ওয়েস্টমিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি জনাব আব্দুল লতিফ জেপি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক। বর্ষীয়ান এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্রবাসে বিএনপি’র সংগঠন ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসামান্য ভূমিকা রেখে গেছেন। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হিসেবে যেমন তিনি পরিচিত ছিলেন, তেমনি বার্মিংহাম ও যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন একজন নির্লোভ, নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতা। রাজনীতির বাইরেও তিনি ছিলেন অত্যন্ত সফল ব্যবসায়ী এবং কমিউনিটি ব্যক্তিত্ব।

বার্মিংহামের তরুণ ও সিনিয়র নেতাদের কাছে তিনি ছিলেন স্নেহ, প্রেরণা ও দিকনির্দেশনার এক উজ্জ্বল উৎস। তাঁর কাছ থেকে পাওয়া স্নেহ ও উপদেশ প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে বলে অনেকেই মন্তব্য করেছেন।

প্রয়াত আব্দুল লতিফ জেপি ছিলেন জাতীয়তাবাদী আদর্শে দৃঢ় বিশ্বাসী। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেশ, দল ও প্রবাসী সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। মানবিকতা, ভদ্রতা, সৌজন্য ও সহজ-সরল চরিত্র তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল।
মহান আল্লাহ তাঁর সকল নেক আমল কবুল করুন, রূহের মাগফিরাত দান করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও