
সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ আর নেই। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
পারিবারিক সূত্র জানায়, রাজধানীর ধানমণ্ডির বাসায় অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন নাহিদ রিয়াসাদ। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।
নাহিদ রিয়াসাদের বাড়ি নারায়ণগঞ্জের বাবুরাইলে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নাহিদ রিয়াসাদ একজন সক্রিয় সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। ব্যক্তিগতভাবে ভ্লগিং করতেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করে পরিচিতি পান। পাশাপাশি তিনি একটি অনলাইন গণমাধ্যমে কর্মরত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে সাংবাদিকতা ও অনলাইন কনটেন্ট জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, অনুসারী ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।