বাংলাদেশ

ঢাবিতে শেখ মুজিব হলের নাম পাল্টে লেখা হলো ‘শহীদ ওসমান হাদি’ হল

13129_348798-1766251275.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়েছে।

 

শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে হলের সামনে একটি ক্রেন এনে কাজ শুরু করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে হলের মূল ফটকে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম মুছে সেখানে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি লেখা হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল রাখার দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে জুলাই গণহত্যার সমর্থনকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

 

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ফ্যাসিবাদের আইকন হিসেবে পরিচিত মুজিবের দেয়ালচিত্র মুছে ফেলার জন্য ক্রেন আনা হয়েছে। ওই স্থানে শহীদ ওসমান হাদির গ্রাফিতি আঁকা হবে।’

 

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 



 

সর্বাধিক পঠিত


ভিডিও