রাজনীতি

গানম্যান নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুর

13154_IMG_7793.jpeg

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার (২২ ডি‌সেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এই তালিকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম থাকলেও তিনি সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করেছেন।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ডাকসু হামলার ছয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সভায় অংশ নিয়ে এ ঘোষণা দেন নুরুল হক নুর।

এ সময় তিনি বলেন, যেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পোশাক পরিহিত অবস্থায় জনসম্মুখে নিজ কার্যালয়ের সামনে হামলা চালিয়েছে, সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া গানম্যান আমি গ্রহণ করবো না।

সর্বাধিক পঠিত


ভিডিও