
সমাজে অবদানের স্বীকৃতি হিসেবে প্রবাসী সম্মাননা ২০২৫ পেয়েছেন হাফসা নূর। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারায় হাফসা নূরের পক্ষে সম্মাননা গ্রহণ করেন জাবেদ চৌধুরী, যিনি জাবেদুল ইসলাম চৌধুরী নামেও পরিচিত। তিনি খেলাফত মজলিস সিলেট মহানগরের সেক্রেটারি এবং একজন পরিচিত সমাজকর্মী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাবেদ চৌধুরী জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হাফসা নূরের পক্ষ থেকে সম্মাননার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, এই স্বীকৃতি সমাজসেবামূলক কাজে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সমাজে ইতিবাচক প্রভাব রাখা প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিতেই প্রবাসী সম্মাননা প্রদান করা হয়। তারা বলেন, হাফসা নূরের কাজ সমাজের প্রতি দায়িত্ববোধ এবং নিষ্ঠার পরিচয় বহন করে।