রাজনীতি

মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন বিএনপির প্রার্থী মিন্টু

13428_IMG_9192.jpeg

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) বিকেলে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয় রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক। তবে নির্বাচনে অংশ নিতে গত বছরের ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন আবদুল আউয়াল মিন্টু।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, দাখিল হলফনামা ও অন্যান্য তথ্যাদি যাচাই করে কোনো ত্রুটি না পাওয়ায় তার প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা নিশ্চিত হওয়া নির্বাচনী লড়াইয়ে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। ​মনোনয়নপত্র বৈধ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ বিষয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আবদুল আউয়াল মিন্টু জানান, আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। এখন আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় আছি। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে মানুষ উন্নয়নের পক্ষে ধানের শীষকে ভোট দেবে।

উল্লেখ্য, ফেনী-৩ আসনটি বরাবরই দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে হেভিওয়েট প্রার্থী হিসেবে আবদুল আউয়াল মিন্টুর উপস্থিতি নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলবে। এখানে আবদুল আউয়াল মিন্টুর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

সর্বাধিক পঠিত


ভিডিও