যুক্তরাজ্য

৭ জানুয়ারি ২০২৬, ১৪:০১
আরও খবর

কালো বরফে পিছলে স্কুলবাস খাদে, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

13463_f4df5a30-ebbd-11f0-bd96-599582c29749.jpg

যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির অ্যাশফোর্ডের চিলমিংটন গ্রিন এলাকায় মঙ্গলবার সকালে একটি স্কুলবাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার কিছু পর এ–২৮ সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি বরফে জমে থাকা ‘ব্ল্যাক আইস’-এর ওপর পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে চলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার সময় বাসটিতে স্কুলগামী শিক্ষার্থীরা ছিল। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হয়নি। কেন্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও প্যারামেডিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে আনে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কারও চিকিৎসার প্রয়োজন হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কেন্ট ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, ঠান্ডা আবহাওয়ায় সড়কে কালো বরফ জমে থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। তারা চালকদের হঠাৎ ব্রেক না করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অতিরিক্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে।

বাসটি পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টেজকোচ জানায়, এটি তাদের একটি স্কুলবাস ছিল এবং সেটি টেন্টারডেনের হোমউড স্কুলে যাচ্ছিল। প্রতিষ্ঠানটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক জোয়েল মিচেল বলেন, দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও জানান, বাসচালক পরিস্থিতি শান্তভাবে ও পেশাদারিত্বের সঙ্গে সামাল দিয়েছেন, যার ফলে সব যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনার পর বাসটি উদ্ধারকাজ শুরু করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার কারণ খতিয়ে দেখছে।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও