বাংলাদেশ

ঢাবি শিক্ষার্থীর ১০০০ টাকার ব্যাংক নোট ডিজাইন ভাইরাল!

13503_IMG_9713.jpeg

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ আহমেদের ডিজাইন করা এক হাজার টাকার একটি নমুনা ব্যাংক নোটের কনসেপ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এই বিশেষ নোটের সামনের অংশে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মুখচ্ছবি এবং পেছনের অংশে জাতীয় সংসদ ভবনের ছবি ব্যবহার করা হয়েছে।

 

তরুণ এই ডিজাইনার নিজের ফেসবুক পেজে নোটটির ছবি শেয়ার করে এর বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে নকশাটিতে সাবেক প্রধানমন্ত্রীর ছবির পাশাপাশি জাতীয় সংসদ ভবনের অভ্যন্তরীণ 'অ্যাসেম্বলি হল'কে ফুটিয়ে তোলা হয়েছে। নোটটিতে নিরাপত্তা বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটি অনন্য প্রযুক্তিগত উদ্ভাবনের ধারণা যুক্ত করেছেন সাদ; তিনি জানান, জাল টাকা শনাক্ত করার বিশেষ লাইট এই নোটের ওপর ধরলে সংসদ ভবনের ভেতরের সব আলোকচ্ছটা উজ্জ্বল হয়ে উঠবে।

পোস্টটি প্রকাশের পর থেকেই সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এটি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা এবং সৃজনশীল প্রযুক্তির এমন মিশেল অনেককেই মুগ্ধ করেছে। যদিও এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত শৈল্পিক কনসেপ্ট এবং সরকারি কোনো সিদ্ধান্তের অংশ নয়, তবুও বাংলাদেশের কারেন্সি ডিজাইনে এমন আধুনিক ভাবনার প্রয়োগ নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও