বাংলাদেশ

প্রতিজ্ঞা ভেঙে আর কখনো ভাত খাবেন না নিজাম উদ্দিন

13513_IMG_9767.jpeg

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে না তোলার প্রতিজ্ঞা করেছিলেন মহেশপুরের নিজাম উদ্দিন (৬০)। প্রতিজ্ঞার প্রায় ১২ বছর পার হলেও ভাত খাননি বিএনপির এই সমর্থক। তবে বিএনপি ক্ষমতায় এলেও প্রতিজ্ঞা ভেঙে আর কখনো ভাত খাবেন না নিজাম উদ্দিন। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মাথাভাঙ্গাপাড়ার নিজ বাড়িতে মারা গেছেন তিনি। নিজাম উদ্দিন ওই গ্রামের নূরানী বাকস মণ্ডলের ছেলে। পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। শুক্রবার জুমার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় বিএনপির এই সমর্থককে।স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ২০১৪ সালে বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা হামলা করে মৃত্যুবার্ষিকী পণ্ড করে দেন। লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় রান্না করা খিচুড়ি। ওই সময় শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত-অপমানিত হওয়া বিএনপির সমর্থক নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি আর কখনো ভাত খাবেন না। এরপর থেকেই নানান সংগ্রামে কেঁটে গেছে প্রায় বারোটি বছর।

নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, ২০২৫ সালে বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাবার অসুস্থতার খবর পৌঁছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কানে। এরপর অসুস্থ বাবার চিকিৎসার দায়িত্ব নেন তারেক রহমান। ঢাকা ও ফরিদপুরে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে বাবাকে বাড়িতে আনা হয়।

শ্যামকুড়ের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, নিজাম উদ্দিন সম্পর্কে আমার ফুফা শ্বশুর হন। তিনি আমাদের বাড়িতে বেড়াতে গেলে তাকে ভাত খেতে বলি কিন্তু তিনি ভাত খাননি। পরবর্তীতে আমরা তার জন্য শুকনো খাবারের ব্যবস্থা করি।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, ৫ আগস্টের পর আমরা তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করি কিন্তু তিনি খাননি। তার একটাই কথা ছিল বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না। তিনি একজন দলভক্ত মানুষ ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। উপজেলা বিএনপির নেতাকর্মীরা সব সময় তার খোঁজখবর নিয়েছেন। নিজাম উদ্দিনের মতো একজন সমর্থকের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।

সর্বাধিক পঠিত


ভিডিও