যুক্তরাজ্য

১২ জানুয়ারি ২০২৬, ১৯:০১
আরও খবর

যুক্তরাজ্যে ILR-এর ৫ বছর সময়সীমা বহালের দাবিতে কর্নওয়ালে কমিউনিটি সেমিনার

13568_WhatsApp Image 2026-01-12 at 5.53.13 PM-2.jpeg

ক্যাম্বোর্ন, কর্নওয়াল | ১১ জানুয়ারি (রবিবার) - কর্নওয়ালের ক্যাম্বোর্নে বিভিন্ন রিজিওনের কমিউনিটির অংশগ্রহণে Recent Consultation on ILR Rules বিষয়ে Existing Migrant দের জন্য ILR-এর সময়সীমা ৫ বছর বহাল রাখার দাবিতে একটি গুরুত্বপূর্ণ কমিউনিটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির আয়োজন ও সঞ্চালনায় ছিলেন BAME Officer গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন Mr. Perran Moon, MP for Camborne, Redruth & Hayle। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন Mrs. Dev Reev, Redruth Town Councillor।

এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটির সিনিয়র সিটিজেন টিপু সুলতান চৌধুরী, কামাল মিয়াসহ কর্নওয়ালের বিভিন্ন রিজিওনের নেতৃবৃন্দ ও কমিউনিটি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনায় পরিণত হয়।

প্রধান অতিথি Mr. Perran Moon, MP তাঁর বক্তব্যে Existing Migrant দের জন্য ILR-এর ৫ বছর সময়সীমা বহাল রাখার দাবির সঙ্গে একমত পোষণ করেন। তিনি আশ্বাস দেন যে এ বিষয়ে তিনি হোম সেক্রেটারি শাবানা মাহমুদকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবেন এবং পার্লামেন্টে বিষয়টি উত্থাপন করবেন।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও