যুক্তরাজ্য

১৫ জানুয়ারি ২০২৬, ১২:০১
আরও খবর

রিফর্ম ইউকে-তে যোগ দেওয়ার গোপন ষড়যন্ত্রের অভিযোগে রবার্ট জেনরিককে বরখাস্ত করলেন কেমি ব্যাডেনক

13614_784825.jpeg

ব্রিটেনের কনজারভেটিভ পার্টিতে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। দল থেকে রিফর্ম ইউকে-তে যোগ দেওয়ার গোপন পরিকল্পনার অভিযোগে দলটির নেতা কেমি ব্যাডেনক কনজারভেটিভ এমপি রবার্ট জেনরিককে তাৎক্ষণিকভাবে শ্যাডো ক্যাবিনেট থেকে বরখাস্ত করেছেন এবং তাঁর দলীয় সদস্যপদ স্থগিত করেছেন।

নিউয়ার্ক আসনের এমপি রবার্ট জেনরিককে ঘিরে এই নাটকীয় সিদ্ধান্ত নেওয়া হয় এমন এক সময়ে, যখন কনজারভেটিভ পার্টি নেতৃত্ব স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে। কেমি ব্যাডেনক জানান, তিনি এমন ‘স্পষ্ট ও অখণ্ডনযোগ্য প্রমাণ’ পেয়েছেন, যা থেকে বোঝা যায়—রবার্ট জেনরিক শুধু দলত্যাগের প্রস্তুতিই নিচ্ছিলেন না, বরং কনজারভেটিভ পার্টি ও শ্যাডো ক্যাবিনেটের সহকর্মীদের সর্বোচ্চ ক্ষতি হয়—এমন উপায়ে দল ছাড়ার পরিকল্পনা করছিলেন।

ব্যাডেনক বলেন, জেনরিকের রেখে যাওয়া কিছু নথিপত্র ও উপকরণ—যার মধ্যে একটি ভাষণ ও একটি মিডিয়া পরিকল্পনা ছিল—তাঁর গোপন অভিপ্রায়ের প্রমাণ হিসেবে সামনে আসে। এসব তথ্যের ভিত্তিতেই তাঁকে শ্যাডো ক্যাবিনেট থেকে অপসারণ, হুইপ প্রত্যাহার এবং দলীয় সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে কেমি ব্যাডেনক বলেন, ব্রিটিশ জনগণ রাজনৈতিক নাটক ও অন্তর্কোন্দলে ক্লান্ত। তিনি বলেন, আগের সরকারে এ ধরনের রাজনীতি মানুষকে হতাশ করেছে এবং বর্তমান সরকারেও তা দেখা যাচ্ছে। তিনি স্পষ্ট করে জানান, তিনি সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না।

যদিও ব্যাডেনক সরাসরি কোন দলে যোগ দেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করেননি, তবে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ কিছুক্ষণ পরই স্বীকার করেন যে রবার্ট জেনরিকের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, জেনরিকের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং তিনি শিগগিরই তাঁর সঙ্গে কথা বলবেন বলেও জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রবার্ট জেনরিক শিগগিরই রিফর্ম ইউকে-তে যোগ দিতে পারেন। সাম্প্রতিক মাসগুলোতে কনজারভেটিভ পার্টি থেকে একাধিক নেতা ও এমপি রিফর্ম ইউকে-তে যোগ দিয়েছেন, যা দলটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

উল্লেখ্য, গত বছর কনজারভেটিভ নেতৃত্ব নির্বাচনে কেমি ব্যাডেনকের কাছে পরাজিত হন রবার্ট জেনরিক। এরপর থেকে দলীয় রাজনীতিতে তিনি কিছুটা কোণঠাসা হয়ে পড়েন বলে সহকর্মীদের ধারণা। কেমি ব্যাডেনকের নেতৃত্ব সাম্প্রতিক সময়ে শক্তিশালী হওয়ায় জেনরিকের হতাশা আরও বেড়েছিল বলেও দলীয় সূত্রে জানা গেছে।

এই ঘটনার মধ্য দিয়ে ব্রিটিশ ডানপন্থী রাজনীতিতে নতুন মেরুকরণ ও অনিশ্চয়তার ইঙ্গিত দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বাধিক পঠিত


আরও খবর
ভিডিও