রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তাল

1476_download.jpg

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন।মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে পুলিশের শতাধিক সদস্য জড়ো হন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে পিছু হটতে বাধ্য করান।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যে পুলিশ আমাদের নিরাপত্তা দিতে পারে না, ক্যাম্পাসে সেই পুলিশের দরকার নাই। আমাদের ক্যাম্পাসে আমরাই নিরাপত্তা নিশ্চিত করবো।এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের পাশে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হন।

নিহত শিক্ষার্থীর নাম মাহবুব হাবিব হিমেল। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলেই ৫টি ট্রাক পুড়িয়ে দিয়েছে। এরপর শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান করছিলেন।

এসময় শিক্ষার্থীরা মহাসড়কের আশেপাশের সিসি ক্যামেরা ভাঙচুর করেন ও আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছিলেন।

এ বিষয়ে স্বাধীন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা ক্যাম্পাসের ভেতরেও নিরাপদ নই। ক্যাম্পাসের ভেতরে আমার ভাইয়ের মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এর সঠিক জবাব না পাওয়া পর্যন্ত তারা রাস্তায় অনড় থাকবেন বলে জানান।

এদিকে ঘটনাস্থলে ভিড় করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার দিকে নিহত শিক্ষার্থীর মরদেহ নিতে ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স আসে।

এর আগে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ সেখানে থাকা ট্রাকগুলোতে আগুন দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাবির প্রক্টর লিয়াকত আলী জাগো নিউজকে বলেন, আমি জানতে পেরেছি হবিবুর হলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নয়। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে এর জন্য কড়াকড়ি নির্দেশনা জারি করবে প্রশাসন।

রাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের ভেতরেই এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেন তারা। এসময় বিক্ষোভ মিছিলে যোগ দেন হলের ছাত্রীরাও।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে অবরোধ করে ‘প্রশাসন কী করে, ক্যাম্পাসে ছাত্র মরে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা এমন অন্যায় আর মেনে নেবো না। এর আগে প্রশাসনের অবহেলায় রাবি অডিটোরিয়ামের ছাদ থেকে পড়ে গিয়ে নির্মাণশ্রমিক মারা গেছেন। আজ আমার ভাই নিহত হয়েছেন। আর কত মৃত্যু দেখে প্রশাসন খুশি হবে? ক্যাম্পাসে বারবার ছিনতাইয়ের ঘটনার কথাও উল্লেখ করেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। তারা বলেন, আমার ভাই নিহত হয়েছে। অথচ প্রক্টর ঘটনাস্থলে আসেননি। তাহলে তাকে কেন রাখা হয়েছে? আমরা প্রক্টরের পদত্যাগ চাই।

সর্বাধিক পঠিত


ভিডিও