পর্তুগাল

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফরিদ সম্পাদক রাসেল

1935_download (4).jpg

প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের কার্যক্রম আরও সুসংগঠিত ও বেগবান করতে দ্বিতীয় মেয়াদে ‘পর্তুগাল বাংলা প্রেস ক্লাবে’র কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে ফরিদ আহমেদ পাটোয়ারীকে সভাপতি ও রাসেল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বাঙালি রেস্টুরেন্টে গত শনিবার সংগঠনটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় কমিটি গঠন নিয়ে সবার মতামত ও আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের দ্বিতীয় মেয়াদে ২০২২-২০২৩ এর কার্যকরী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সহ-সভাপতি হলেন, জহুরুল ইসলাম মুন, তারিকুল হাসান আশিক, এফ আই রনি। এতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আনোয়ার এইচ খান ফাহিম, শহীদ আহমদ ও মনির হোসেন। সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ। কোষাধক্ষ্য জাহিদ কায়সার, প্রচার সম্পাদক মো. এনামুল হক, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. হাসান কোরাইশী, অভিবাসনবিষয়ক সম্পাদক আবু সাঈদ। কার্যকরী নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- রনি মোহাম্মদ, বেলাল আহমেদ, রাহিব ফয়সল ও শওকত আলম।

প্রবাসীদের দুঃখ-কষ্টের পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি পর্তুগালের মুখপাত্র হিসেবে জোরালো ভূমিকা রাখা ও সামনের দিনগুলোতে পর্তুগাল ও বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বাধিক পঠিত


ভিডিও