সাহিত্য

লন্ডন বই মেলায় ‘সিক্রেট ডকুমেন্ট অন বঙ্গবন্ধ মোড়ক উন্মোচন

2376_download (8).jpg

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও যুক্তরাজ্যের বৃহত্তমলন্ডন বই মেলায় ‘সিক্রেট ডকুমেন্ট অন বঙ্গবন্ধু’ গ্রন্থেরআন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।স্থানীয়সময় মেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নে গত বুধবার যুক্তরাজ্যেরশীর্ষস্থানীয় প্রকাশক টেলর অ্যান্ড ফ্রান্সিস প্রকাশিত বইটির ৮, ৯ এবং১০ম খণ্ডের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

শুক্রবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতেজানানো হয়েছে, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়কমন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ মোড়ক উন্মোচনঅনুষ্ঠান হয়।

অনুষ্ঠানেযুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, টেলর অ্যান্ড ফ্রান্সিসের পরিচালক জেরেমি নর্থ, বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ এবং হাক্কানি পাবলিশার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা ‘সিক্রেট ডকুমেন্ট অন বঙ্গবন্ধু’ গ্রন্থেরনানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

লন্ডনেবাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবারই প্রথম বাংলাদেশ লন্ডন বইমেলায় অংশ নিয়েছে এবং জাতির পিতাকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধু প্যাভিলিয়ন’ স্থাপন করা হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৫ হাজারের বেশিপ্রকাশক, লেখক এবং পুস্তক সমালোচক তাদের বই এবং অন্যান্যপ্রকাশনা নিয়ে লন্ডন বইমেলায় অংশ নেন।

মোড়কউন্মোচন অনুষ্ঠানে ড. গওহর রিজভীবলেন, লন্ডন বইমেলায় বঙ্গবন্ধুর ওপর ঐতিহাসিক দলিল ‘সিক্রেট ডকুমেন্টস’-এর আন্তর্জাতিক সংস্করণপ্রকাশ করার ফলে গোটা বিশ্বের মানুষ পাকিস্তানের ২৩ বছর শাসনামলেকীভাবে বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে লাঞ্ছিত, নির্যাতন এবং বারবার কারারুদ্ধ করা হয়েছিল তা আরও ভালোভাবেজানতে ও বুঝতে পারবে।

বাংলাদেশেরস্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম সম্পর্কে গভীরভাবে জানতে গোপন নথিগুলো পড়া ও এর ওপরগবেষণা করা প্রয়োজন বলেও জানান তিনি।

হাইকমিশনারসাইদা মুনা তাসনিম বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশন বিশ্বখ্যাত প্রকাশক টেলর অ্যান্ড ফ্রান্সিস এবং বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে লন্ডনে ‘সিক্রেট ডকুমেন্টস’-এর ১০টি খণ্ডেরআন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করতে পেরে অত্যন্ত গর্বিত।

বঙ্গবন্ধুরঐতিহাসিক ৮ জানুয়ারি ১৯৭২সালের আন্তর্জাতিক সংবাদ সম্মেলনের স্থল ক্লারিজেস হোটেলে গত নভেম্বরে লন্ডনহাইকমিশনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঐতিহাসিক দলিলেরআন্তর্জাতিক সংস্করণের প্রথম সাত খণ্ডের মোড়ক উন্মোচন করেছিলেন। এবার টেলর এবং ফ্রান্সিসের সহযোগিতায় লন্ডন বইমেলায় ‘সিক্রেট ডকুমেন্টস’র আরও তিনটিখণ্ডের আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন হলো।

সাইদামুনা তাসনিম বলেন, ‘সিক্রেট ডকুমেন্টস’ বইটিকে যুক্তরাজ্যের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার ও গবেষণার জন্যএবং ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্ম যেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ঐতিহাসিক তথ্য সম্পর্কে জানতে পারে সেজন্য কমিউনিটি লাইব্রেরিতে বিতরণের লক্ষ্যে আমরা টেলর এবং ফ্রান্সিসের সঙ্গে কাজ করছি।

সিক্রেটডকুমেন্টস’ বইটিকে বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য একটি অনুসরণীয় ম্যানুয়াল হিসেবে উল্লেখ করেন নজরুল ইসলাম খান।

সর্বাধিক পঠিত


ভিডিও