বাংলাদেশ

‘ঘুষ দিতে না পারায় রেজিস্ট্রি হয়নি’ প্রতিমন্ত্রীর জমি

`দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় জমি রেজিস্ট্রি করতে পারেননি’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

বুধবার বেলা ১২টায় যশোরের মণিরামপুরে এক সমাবেশে তিনি বলেন, “কখনও মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। আমরা যেখানে কথা বলছি, একটি অফিস দেখছি এখানে। সেখানে লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। এই তথ্য কি সঠিক?

“সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমি গত সপ্তাহে একটি জমি রেজিস্ট্রি করতে গিয়ে দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় সেই জমি রেজিস্ট্রি হয়নি।”

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মণিরামপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা এমআরডিআই জনসচেতনতা বিষয়ে এই সমাবেশের আয়োন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এমআরডিআই খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মনিরামপুর পৌরসভার মেয়র মাহমুদুল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

সর্বাধিক পঠিত


ভিডিও